নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত দুইদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। মেঘের কারণে দেখা মিলছে না সূর্যের। মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গতকাল বুধবার আনুমানিক সকাল সাড়ে ১০টা থেকে থেমে থেমে এই বৃষ্টি সুরু হয়। সে সাথে বইছে ঠান্ডা বাতাস। ফলে তাপমাত্রা কিছুটা নিচে নেমে গেছে।
মৌসুমি লঘুচাপের কারণে এমন বৃষ্টি হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. নাসির উদ্দিন। তিনি জানান, আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত বরিশালের তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply