বিনোদন ডেস্ক ॥ দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ছবি ‘মুজিব আমার পিতা’র নির্মাণ শেষ হয়েছে। এখন অপেক্ষা মুক্তির। এটি নির্মাণ করেছে দেশের সর্ববৃহৎ টুডি অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান প্রোলেন্সার স্টুডিও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে আইসিটি ডিভিশনের অর্থায়নে ছবিটি নির্মিত হয়েছে। ‘মুজিব আমার পিতা’র কাহিনি রচনা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে। পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। মাস কয়েক আগে এর টিজার ও দুইটি গান প্রকাশ হয়েছে প্রোলেন্সার স্টুডিওর ইউটিউব চ্যানেলে। এতে গান থাকছে সর্বমোট তিনটি। নির্মাতা সোহেল মোহাম্মদ রানা বলেন, ‘আমরা সিনেমার দুইটি গান আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। আরেকটি গান আমরা সিনেমাটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করবো।’ তিনি আরও জানান, ২০১৯ সালে ‘মুজিব আমার পিতা’র কাজ শুরু হয়। এর দৈর্ঘ্যে ৪৭ মিনিট। দীর্ঘ গবেষণা ও নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় এর চিত্রনাট্য। সে কাজে নেতৃত্ব দেন তন্ময় আহমেদ। এটি নির্মাণে কাজ করেছেন ৪৮ জন অ্যানিমেটর। আর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ২০ জনের একটি বাচিকশিল্পীর দল। কেন্দ্রীয় চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন মেহবুবা মেহনাজ বিপা, রাজু আহমেদ, মোহাম্মদ রফিক, তাহসিনা ফেরদৌস রিনিয়া, আবুল কালাম গতকালাদ সেতু, মেরিনা মিতুসহ অনেকে। এর আগে, গত ১৩ মার্চ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে ছবির টেকনিকেল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
Leave a Reply