মুলাদী প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮এপ্রিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে মুলাদীতে ৬ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রিটারনিং কর্মকর্তাদের কাছে চেয়ারম্যান প্রার্থী সহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটারনিং অফিসার শওকত আলীর কাছে মনোনয়ন ফরম জমা দেন মুলাদী সদর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামরুল আহসান, গাছুয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মোঃ জসিম উদ্দিন, নাজিরপুর ইউনিয়নের আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাদল খান, উপজেলা কৃষি অফিসার ও রিটারনিং কর্মকর্তা রেজাউল হাসানের কাছে মনোনয়ন পত্র জমা দেন চরকালেখান ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মহসিন উদ্দিন খান, সফিপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ও রিটারনিং কর্মকর্তা সুভ্রত গোস্বামীর কাছে মনোনয় পত্র জমা দেন কাজিরচর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মন্টু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কবির হাওলাদার, আবুল কালাম আজাদ, চরকালেখান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারেফ বেপারী, গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হাওলাদার, বাটামারা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক অশ্রু, মুলাদী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোবারক হাওলাদার, বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুল হাসান খান টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌরসভা ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল। এছাড়াও নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন মজিবুর রহমান শরীফ, কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইফসুফ আলী, চরকালেখান ইউনিয়নে ইসলামী আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন খান ও স্বতন্ত্র প্রার্থী মিলন মোল্লা মনোনয়ন পত্র জমা দেন, সফিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন সিরাজুল ইসলাম মুন্সি। চরকালেখান ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত ১১, সাধারণ ২৮ জন, সফিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ১০, সাধারণ ৩৬ জন, গাছুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১৩, সাধারণ ২৬ জন, মুলাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত ১১, সাধারণ ২৯জন, নাজিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ১৩, সাধারণ ৩৪ জন, কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ১১, সাধারণ ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
Leave a Reply