আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের ২৫ বছরের এক যুবক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার রাতে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। তিন মাস পাঁচ দিন পরে আমতলীতে যুবক করোনায় আক্রান্ত হওয়ায় খবরে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে আমতলীতে গত এক বছরে ১৩৭ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। জানাগেছে, বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের এক যুবক পটুয়াখালীতে একটি পোষাক বিক্রির দোকানে চাকুরী করেন। গত পাঁচ দিন ধরে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ অনুভব করেন তিনি। গত মঙ্গলবার তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দেন। ওইদিনই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা রবিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ওই যুবকের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যুবক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের খবরে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ওই যুবক বাড়ীর আইসোলেশনে আছেন। এ নিয়ে গত এক বছরে আমতলী উপজেলায় করোনা ভাইরাসে ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জন মারা গেছে এবং ১’শ ২৮ জন সুস্থ্য হয়েছেন। ওই যুবক মুঠোফোনে বলেন, পরীক্ষায় আমার শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে। আমি আইসোলেশনে সুস্থ্য আছি। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে বাড়ীর আসইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply