স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরের সোনালী আইসক্রিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি (১০ মণ) জাটকাসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত নগরের প্রবেশদ্বার ক্ষ্যাত ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর এলাকার মো. রাসেল (২২), উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার মো. রিয়াজ বেপারী (২৮) ও মো. কাওছার হাওলাদার (১৫)। বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার আব্দুস ছত্তার গাজী (৬৫), সেকান্দার হাওলাদার (৬৭৫), পূর্ব হবিনগর এলাকার আহম্মাদুল বাদশা (৩২), দক্ষিণ চরআইচা এলাকর মনির হাওলাদার (৩০), আল-আমিন গাজী (৩৫), চরআইচা এলাকার মো. স্বপন হাওলাদার (২৮) ও সুজন কুমার বেপারী (২৭)। চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস (২৭), সাপানিয়া এলাকার মো. সাদ্দাম সরদার (২৫), লিটন ভূইয়া (২৮), চরবাড়িয়া এলাকার কালাম হাওলাদার (৩৮) ও রাঢ়ীমহল এলাকার মোতালেব হাওলাদার (৩০)। আটকদের মধ্যে খোকন বিশ্বাস, মো. সাদ্দাম সরদার ও লিটন ভূইয়া জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি-হুইলার চালক। বরিশাল সদর নৌ থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলক চৌধুরী জানান, অভিযানে জব্দ জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদবাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply