সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় আসন্ন ৬নং বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (বালীপাড়া-উত্তরকুল অংশ) এর সদস্য (মেম্বার) পদপ্রার্থী উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মহিউদ্দিন (মহিম)। সে বালীপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা শেখ মো. খলিলুর রহমানের বড় ছেলে। উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা তারুণ্যের আইকন শেখ মহিম একজন নির্যাতিত, ত্যাগী ও আকুতোভয় মুজিব আদর্শের সৈনিক। মিটিং-মিছিলের অগ্রনায়ক “শ্লোগান মাস্টার”খ্যাত মুজিব অন্তঃপ্রাণ শেখ মহিম চারদলীয় জোট সরকারের আমলে নানাভাবে মিথ্যা হামলা-মামলার শিকার হয়েছিলেন। বিএনপি-জামাতের ক্যাডারদের অত্যাচারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন দীর্ঘদিন। । সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী ও সমাজসেবক হিসেবে শেখ মহিম ইতোমধ্যে এলাকার ভোটারদের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। ভোটাররাও তাকে নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। এ প্রসঙ্গে শেখ মহিম জানান, বর্তমানে ভোটারদের প্রথম পছন্দ তরুণ জনপ্রতিনিধি। সে হিসেবে তারা আমাকেই বেছে নেবেন বলে আমি বিম্বাস করি। আমি ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হতে পারলে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ভগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। এছাড়া ইউনিয়নকে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এলাকাকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে পরিণত করব ইনশাল্লাহ্। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (নিক) ঘোষিত প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে নির্বাচন হবে ১১ এপ্রিল। ঘোষিত তফসিল অনুযায়ী বানারীপাড়া উপজেলার ৭টি ইউপিতে ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। অপর ইউপি সৈয়দকাঠিতে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
Leave a Reply