নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল সকালে অশ্বিনী কুমার হলচত্বরে সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের উপর হেফাজতে ইসলামের সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বররে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ এর আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে ও বাসদ এর সদস্য কাজল দাসের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সাধারণ সম্পাদক জলিলুর রহমান, বাসদ এর বরিশাল জেলার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার প্রচার সম্পাদক বিজন শিকদার, সদস্য অদিতি ইসলাম, লামিয়া সাইমুন, বিশিষ্ট নাগরিক হিরন্ময় সমাদ্দার প্রমুখ। বক্তারা বলেন, সিলেটের সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর তুচ্ছ ফেসবুক স্ট্যাটাসকে ইস্যু করে হেফাজতে ইসলামের নেতৃত্বে ও প্রশাসনের উপস্থিতিতে সংঘটিত ন্যাক্কারজনক হামলা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০০ বাড়িঘর ও ৮টি মন্দির এই হামলায় ভাঙচুর করা হয়েছে। মুক্তিযুদ্ধের ৫০ বছরে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার বদলে বাংলাদেশের এই সাম্প্রদায়িক চেহারার দায় শাসকদেরকেই নিতে হবে। রামু, নাসিরনগর এর হামলা থেকে শুরু করে আজ পর্যন্ত কোন সাম্প্রদায়িক হামলার বিচার না করার ফলেই উগ্রবাদীরা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। বক্তারা অবিলম্বে শাল্লার হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply