বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ চোখে না দেখলে বিশ্বাস হবে না ৫ বছরে ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে ওঠা একটি ইউনিয়ন কিভাবে অভূতপূর্ব উন্নয়ের ছোঁয়া লেগেছে। চারিদিকে পাকা সড়কের ছড়াছড়ি, বহুতলা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ-মাদরাসা উন্নয় দেখলে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে। এ ইউনিয়নেই গড়ে উঠেছে আলী আজম মকুল ‘সেতু’, যেটি মানুষের মুখে-মুখে এখন পদ্মাসেতু, এর পেছনে যিনি সাংসদ আলী আজম মুকুলের প্রতিনিধি হয়ে কাজ করেছেন তিনি একজন সফল চেয়ারম্যান আব্দুর রব কাজি। ভোলা – ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল কাচিয়া ইউনিয়নে ব্যপক উন্নয়ন করেছেন। স্কুল-মাদ্রাসা ভবন নির্মাণ ও মাঠ ভরাট , কাচা সড়ক পাকাকরণ, পাকা সড়ক পুনঃনির্মাণ , কালভার্ট-ব্রীজ ও সেতু নির্মাণ , মসজিদের ঘাটলা ও মাঠ ভরাট, মন্দিরে অনুদানসহ ব্যপক উন্নয়ন করেছে তিনি। আর সেই উন্নয়ন চিত্র ঘুরে ঘুরে দেখালেন কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজি। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের এ উন্নয়ন চিত্র দেখান চেয়ারম্যান আব্দুর রব কাজি। ৪নং কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজি বলেন, কুঞ্জের হাট বাজার থেকে ঘোলপাড় পর্যন্ত সারে ৪ কিলো মিটার পাকা সড়ক পুর্ণ নির্মাণ, বৈদ্যেরপোল থেকে বোরহানগঞ্জ বাজার পর্যন্ত সারে ৫ কিলোমিটার পুনঃনির্মাণ পাকা সড়ক, কালিরহাট থেকে মিরা বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার কাচা সড়ক থেকে পাকাকরণ। গফুরখা বাড়ির দরজা থেকে ৮ শত মিটার কাচা সড়ক থেকে পাকাকরণ। সিও রোড থেকে সিকদার বাড়ির দরজা পর্যন্ত নতুন পাকা সড়ক নির্মাণ। দালাল বাজার থেকে কুতুবা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক পাকাকরন কাজ চলমানসহ মোট ৩০ টি সড়ক নির্মাণ করা হয়েছে। একাধিক স্কুল ভবন নির্মাণ ও মসজিদের ঘাটলা নির্মাণ। গৃহহীন ৪১৭ পরিবার ঘর পাওয়াসহ ব্যপক উন্নয়ন করেছে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তাঁর নির্বাচনি এলাকায় ব্যপক কাজ করেছেন। কালির হাট পূজা মন্ডপের সভাপতি খোকন চন্দ্র দাস, মিনতী রানী ও নসু হাওলাদার বলেন,দেশ স্বাধীনের পর কালির হাট এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দেন বর্তমান চেয়াম্যান আব্দুর রব কাজি। তারা আরো বলেন, এখানে সড়ক নির্মাণ,বহুতলা স্কুল ভবনসহ মন্দিরের ব্যাপক উন্নয়ন হয়।চেয়ারম্যান হিসেবে তারা আব্দুর রব কাজিকে আবারও দেখতে চান। এদিকে কাচিয়া ২ নং ওয়ার্ডের লস্কর বাড়ির মসজিদের ইমাম ফিরোজ আল মামুন বলেন, চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজি মসজিদ ও মাদরাসার অনেক উন্নয়ন করেছেন।তিনি আলেমপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে আমাদের হৃদয়ে সবসময় আছেন। ভোলা -২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করাই আমার স্বপ্ন।
Leave a Reply