নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ললিত কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, সুশান্ত ঘোষ, মাইনোরিটি রাইটস ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, স্বেচ্ছাসেবী সংগঠন রানের নির্বাহী পরিচালক রফিকুল আলম, নাগরিক উদ্যোগের এরিয়া কর্মকর্তা সুপ্রিয় দত্ত, রবি দাস, বসন্ত রবি দাস ও চিনা দাস প্রমুখ। বক্তারা বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন এবং আদম শুমারি-২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবী জানান।
Leave a Reply