নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল দুই কিশোরী। একসময় এক কিশোরী কন্যাকে জোরপূর্বক বাল্যবিয়ে দেয়ার অভিযোগে তার পিতাকে আটক করে পরবর্তীতে ভ্রাম্যমান আদালদের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বলেন, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের আকবর আলী বেপারীর কিশোরী কন্যাকে (১৬) জোরপূর্বক বুধবার বাল্যবিয়ে দেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের নির্দেশে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না বলে কিশোরীর পিতা আকবর আলী বেপারীর কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন।
সহকারী কমিশনার আরও বলেন, ওইদিনই পূর্ব হারতা গ্রামের আব্দুল জলিল বেপারীর কিশোরী কন্যাকে (১৬) তথ্য গোপন করে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে তিনি থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল পৌঁছে ওই কিশোরীর পিতা আব্দুল জলিলকে আটক করেন। পরবর্তীতে ওইদিন রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply