আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহতর অভিযোগে শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের দুলাল মীরের ছলে সুমন মীরের সাথে জমি-জমা নিয়ে একই গ্রামের মাহাতার শরীফের ছেলে নান্না শরীফ ও মতলেব শরীফের ছেলে রহিম শরীফের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে শনিবার রাতে ছয়গ্রাম বন্দরে আল আমিনের চায়ের দোকানে সুমন মীর ও তার লোকজন চা পান করার সময় নান্না শরীফ, রহিম শরীফ, ফয়সাল শরীফ, চঞ্চল শরীফ, ইমরান শরীফ, আরমান সরদার, রাশেদ রাঢ়ী, রিফাত কাজী, ফোরকান শরীফসহ ১০/১২ জনের একটি দল আকস্মিক এলোপাথারি হামলা চালায়। তাদের হামলায় বাদী সুমন মীর (৩০), জালাল ভূঁইয়ার ছেলে মকবুল ভূঁইয়া (২৭), কবির ভূঁইয়ার ছেলে রাসেল ভূঁইয়া (২৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় সুমন মীর বাদী হয়ে শনিবার রাতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সুমন মীরের অভিযোগ পাবার পরে ওই রাতেই প্রতিপক্ষ শওকত হাওলাদারের স্ত্রী হালিমা খাতুন একই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হালিমা অভিযোগ করেন প্রতিপক্ষের হাতে তাদের দুই জন আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply