পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও ৫/৭টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার সারেংকাঠি ইউনিয়নের গোবিন্দগুহকাঠি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাহারুল, স্বপন শেখ, রাসেল, বেল্লাল, শাওন, শাকিল, রেজাউল, রুবেল, রেদোয়ানসহ অন্তত ১০জন আহত হয়। এদের মধ্যে শাকিল, জাহারুল, রেজাউল, শাওন, রাসেল ও স্বপন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সারেংকাঠি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সায়েম আভিযোগ করে বলেন, সন্ধ্যায় আমার কর্মীদের ওপর নৌকা মার্কার প্রার্থী মো. নজরুল ইসলামের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা হামলা চালায়। তার বহরের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। নৌকা মার্কার প্রার্থীর মো. নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কর্মীরা নয় বরং বর্তমান চেযারম্যান মো. সায়েমের সমর্থকরা আমার কর্মীদের ওপর হামলা করেছে এবং নৌকা মার্কার পোস্টার ছিড়ে ফেলেছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply