গলাচিপা প্রতিনিধি ॥ ‘বাংলাদেশের এক অনন্য অর্জন-স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ’ উদযাপন উপলক্ষে গলাচিপায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে “ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মু. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক খালিদ হেসেন মিলটন, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো.আব্দুল হাই, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা প্রমুখ। উন্নয়ন মেলায় বিভিন্ন দফতর ও এনজিওর ২০টি ষ্টল অংশগ্রহণ করে। আলোচনা শেষে উপজেলা পরিষদের দীঘিতে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Leave a Reply