সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে কোনো প্রভাব পরেনি। সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। এমনকি কোথাও কোনো মিছিল-মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি কাউকে। এদিকে গভীর রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নজরদারী ছিল বিভিন্ন মসজিদ ও মাদরাসাগুলোতেও। নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে সারাদেশের দূরপাল্লার ও অভ্যন্তরীন রুটের সব ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও সব সরকারি-বেরসকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে। সবদিক মিলিয়ে জনজীবন রয়েছে স্বাভাবিক।
Leave a Reply