নিজস্ব প্রতিবেদক ॥ আইন বর্হিভূত ভবন নির্মান করায় অভিযোগের ভিত্তিতে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। গতকাল দুপুরে নগরীর হাটখোলা কাঠের গোলা এলাকায় এমইপি কোম্পানীর নির্মানাধীন একটি ভবনের কার্নিস বেধে যাওয়ায় বিসিসির সড়ক পরিদর্শক হাসান আল তালুকদার কাজের ত্রুটি পেয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেন। ঘটনা স্থান পরিদর্শনে গিয়ে দেখা গেছে, হাটখোলা কাঠেরগোলা এলাকার জেএল ৪৮ নং আমানতগঞ্জ মৌজার এসএ ২১১৬ নং দাগে শিল্প প্রতিষ্ঠান এমইপি কোম্পানী তাদের দলিল মুলে ক্রয়কৃত জমিতে নকশা বভিূতভাবে নির্মানকাজ চালিয়ে যাচ্ছে। যা স্থানীয় হীরা মাতুব্বর, রফিকুল ইসলাম খান ও সাইফুল ইসলামের ভবনের মধ্যে গিয়ে ঠেকেছে। বিষয়টি তাদের জানানো হলেও কোন সমাধানের পথে না আসার বিসিসির মেয়র বরবর নির্মান কাজ বন্ধের জন্য একটি আবেদন করলে গতকাল তা বন্ধ করে দেয়া হয়। এ বিষয় স্থানীয় নারায়ন চন্দ্র নারু বলেন, এমইপ গ্রুপ যার নিকট থেকে জমি ক্রয় করেছে সেটি দলিল মুলে। কিন্তু মুল মালিক দলিলে জমি বিক্রি করলেও সরজমিনে জমি বুঝিয়ে না দিয়েই ভারতে চলে যায়। ফলে সমস্যা লেগেই রয়েছে এই জমিতে কোন প্রকার নির্মান কাজের। এ বিষয় কথা হয় ওই কেম্পানীর ভুমি কর্মকর্তা মো. আ. রাজ্জাকের সাথে। তিনি বলেন, জমিতে কোন প্রকার সমস্যা হলে সেটি বিসিসির নির্দেশনায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সমস্যা সমাধানে বিসিসির সড়ক পরিদর্শকসহ উদ্ধতন কর্মকর্তারা যে ভাবে সিদ্ধান্ত গ্রহন করবে আমরা সেটিই মেনে নিব। কারন আমরা বৈধ ভাবে জমি ক্রয় করেছি তাই বৈধভাবেই জমি ভোগ দখলের চেস্টা করবো। অপর দিকে হীরা তালুকদারের দাবি যতোটুকো জমি ক্রয় করা হয়েছে সেই জমির মধ্যেই ভীম দাড়া করে ভবনের কার্নিস তার জমির উপর নিয়ে রেখেছে এবং বসত বাড়ির দোতলার সিড়ি এমইপির লোকজন দখল করে রেখেছে। যা কিনা আইন বহিভূত। অপর দিকে অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে ভবনের চার পাশের কার্নিস কিছুটা সরকারী রাস্তার উপর আর কিছুটা ব্যক্তি মালিকানাধীন জমির উপর গিয়ে পড়েছে। যা কিনা নকশা অনুয়ায়ী হয়নী। তাই বিষয়টি সমাধানের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আবেদন করলে দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply