নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের কারণে লোকসমাগমের অনুষ্ঠান না করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী ও প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠান।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বাবু জানান, বৃহস্পতিবার বিকেলে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা করা হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে করোনা ভাইরাস প্রতিরোধে লোকসমাগমের অনুষ্ঠান না করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ মার্চের বাৎসরিক পূজা অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের পরিস্থিতির উপর বিবেচনা করে পরবর্তীতে পূজা অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হবে।
উল্লেখ্য, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠানে প্রতিবছর দেশ ও বিদেশের কয়েক লাখ ভক্তবৃন্দের সমাগম ঘটে।
Leave a Reply