আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় বাবা মাকে চেতনা নাশক দ্রব্য খাইয়ে অচেতন করে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে (১এপ্রিল) বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা অচেতনবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিজান চলছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাসাইল গ্রামের শহীদ মৃধার মেয়ে বাসাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তারিন খানমকে পাশ্ববর্তী মাগুরা গ্রামের হারুন শিকদারের ছেলে আবির শিকদার স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করতো। আবিরের পরিবারের কাছে বিচার দিলে আবির ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার স্কুল ছাত্রী তারিনের বাবা শহীদুল মৃধা ও মা বিলকিস বেগমকে শরবতের সাথে চেতনা নাশক দ্রব্য খাওয়ালে তারা অচেতন হয়ে পরে। স্থানীয়রা অচেতন অবস্থায় তারিনের বাবা মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে তারিনের বাবা মা হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগে আবির ও তার লোকজন মিলে স্কুল ছাত্রী তারিনকে বাড়িতে একা পেয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানা ওসি তদন্ত মো.মাজহারুল জানান, স্কুল ছাত্রী তারিন অপহরনের ঘটনায় বৃহস্পতিবার তার মা বিলকিস বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় আবিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। মামলা নং-১। স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য অভিজান চলছে।
Leave a Reply