আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে খাল দখল করে অবৈধভাবে পাকা ভবনসহ ঘর নির্মানের মহোসৎসব চলছে। প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন। এনিয়ে স্থানীয় সাধারন লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা-বার্থী সড়কের ভালুকসী বাজারের পশ্চিম পার্শে¦ খাল দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় আলম খাঁ নামে এক ব্যক্তি। সে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের ম্যানেজ করে এই কাজ করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও উপজেলার টরকী-বাশাইল খালের বড় বাশাইল বেপারী বাড়ী সংলগ্ন এলাকায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শেষ করেছেন সিদ্দিক বেপারীর ছেলে রাজ্জাক বেপারী। প্রাথমিকভাবে ভূমি অফিস থেকে ঘর নির্মাণে বাঁধা দিলেও কাজ বন্ধ রাখে। পরবর্তীতে প্রভাবশালী এক রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে ওই দোকান ঘর নির্মান কাজ সম্প্রতি শেষ করেছেন রাজ্জাক। এছাড়াও চেঙ্গুটিয়া বাজারের পশ্চিম পার্শ্বে খালের পাড় দখল করে পাকা স্থাপণা নির্মাণ ও চাঁদত্রিশিরা গ্রামে পাকা ভবন নির্মাণসহ উপজেলার বিভিন্ন স্থানে খাল দখল করে ভবন নির্মাণের মহোসৎসব চলছে। এসব দখলের ঘটনা উপজেলা প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (দায়িত্বে থাকা) সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাশেম বলেন, আমি ওই স্থানে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিব এবং নির্মাণাধীন ভবন অপসারনের ব্যবস্থা করা হবে। যে কোন স্থানের ঘটনা আমাকে জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
Leave a Reply