গৌরনদী প্রতিনিধি ॥ সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ায় গত বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ১টি বাস কাউন্টার ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জড়িমানা করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ওই বাসষ্ট্যান্ডের সকাল সন্ধ্যা বিরিয়ানী হাউসের মালিককে ৫০০ টাকা, ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডাররের মালিককে ৫০০ টাকা, ওয়ারা ফ্যাশনের মালিককে ৫০০ টাকা, সিফাত মেডিকেল হলের মালিককে-২০০ টাকা ও জিএম পরিবহনের কাউন্টার মালিককে ১০০ টাকা করে জড়িমানা ধার্য্যকরে তাৎক্ষনিক তা আদায় করা হয়। একই সময় গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানবিহীন ব্যবসায়ী, যান-বাহনের চালক, শ্রমিক ও পথচাচীদের মুখে বিনামুল্যে মাস্ক পড়িয়ে দেয়া হয়।
Leave a Reply