দখিনের খবর ডেস্ক ॥ করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পরিবহনে ভাড়া বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। এ কারণে দরিদ্র শ্রমিকরা বাড়ি ফিরতে বেছে নিয়েছেন ট্রাকসহ ঝুঁকিপূর্ণ পরিবহন। গতকাল শনিবার দুপুরে এ রকম একটি চিত্র ধরা পড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে ভ্রাম্যমাণ আদালতের সামনে। সেখানে ট্রাকচালককে জরিমানও গুনতে হয়। জানা যায়, কক্সবাজার এলাকা থেকে গত শুক্রবার দুপুরে ট্রাকে ওঠেন সেখানকার কয়েকটি ইটভাটার ৮০ জন শ্রমিক। তাঁদের গন্তব্য জামালপুর জেলায়। গতকাল শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ওপর দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন ও সহকারী কমিশনার ভূমি মাহফুজুল হক নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাকচালককে দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় সকল যাত্রীকেই মাস্ক পরিয়ে ট্রাকে ওঠানোর অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন জানান, ট্রাকে আসা যাত্রীরা দিনমজুর ও শ্রমিক। এ অবস্থায় তাঁদের আটকে না রেখে শেষ বারের মতো সর্তক করে দেওয়া হয়েছে।
Leave a Reply