বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার মহাসড়কের মোড়ে টমটম-রিক্সা সংঘর্ষে দুজন মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১২ টার দিকে একজন পাগল মহিলা রিকশা যাওয়ার সময় ইট নিক্ষেপ করলে রিক্সা চালক ও যাত্রী আত্মরক্ষার জন্য রিক্সাটি অন্যদিকে ঘুরিয়ে দেয় মুহুর্তের ্র মধ্যে টমটম চালক সাগর এসে রিক্সা চালক ও যাত্রী চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।মুমূর্ষ আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল নেয়ার পথে তাদের মৃত্যু হয়। উজ্জ্বল (২৬) একই এলাকার চায়ের দোকানদার ও চয়ন (১৬)এইচএসসি ২য় বর্ষের একজন ছাত্র।
Leave a Reply