দখিনের খবর ডেক্স ॥ র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও বরিশাল পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে বরগুনার আমতলীর দুটি অবৈধ ইটভাটা ধ্বংস ও মালিকসহ দু’জনকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১.৩০ টার দিকে উপজেলার মহিষডাঙ্গা এলাকায় মেসার্স এমসিকে ব্রিকস ও মেসার্স টিএএ ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে র্যার অভিযান চালায়। এসময় অনুমোদনহীনভাবে অবৈধ ইটভাটা পরিচালনা করার অভিযোগে এমসিকে ইটভাটার মালিক মোঃ সোবহান কাজি (৬৬) ও টিএএ ইটভাটার ম্যানেজার মোঃ চুন্নু আকন (৩৪) আটক করে। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৪ ধারা মোতাবেক আটককৃত প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে অবৈধ ইটভাটা দুটি গুড়িয়ে ধ্বংস করা হয়। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিম জানান, অনুমোদন না নিয়ে ইটভাটা পরিচালনা করার অভিযোগে দু’জনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ভাটা দুটি ধ্বংস করা হয়েছে।
Leave a Reply