ভোলা প্রতিনিধি ॥ ভোলায় করোনায় আক্রান্ত হয়ে অবসপ্রাপ্ত শিক্ষাবিদ এবিএম সামসুল হুদার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওযার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ভোলা জেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। করোনা আইসোলেশন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা: জয়ন্ত সাহা সাংবাদিকদের জানান, গত ৫ এপ্রিল দুপুরে করোনা আক্রান্ত সামসুল হুদার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ৬ এপ্রিল রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। ভোলার সিভিল সার্জন দফতর থেকে আরো জানান, গত ২৪ ঘন্টায় ভোলায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ২৫৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ হাজার ৭ জন। বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন ভর্তি রয়েছে।
Leave a Reply