ভোলা প্রতিনিধি ॥ ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে চলন্ত ফেরি ‘কলমীলতা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ট্রাক কাভারভ্যান মোটরসাইকেলসহ মালবাহী ১০টি যানবাহন পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ফেরির কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বিআইডব্লিউটিসি’র ভোলা ফেরি সার্ভিসের ম্যানেজার পারভেজ জানিয়েছেন,কলমিলতা ফেরিটি গত রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে ভোলার চরে মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লাগে। ধারনা করা হচ্ছে একটি টিন ও ককসিটের গাড়ি থেকে আগুনের সূত্র পাত হয়। এদিকে আগুন লাগার পর স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে মাছ ধারর একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে এসেছেন। ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি সুজন চন্দ্র পাল জানান, খবর পেয়ে তারা ভোলা থেকে ফায়ারসার্ভিস কর্মীসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোলা ফায়ার সার্ভিসের উপ সহকারীর পরিচালক মো: ফারুক হোসেন সিকদার জানান, তারা খবর পেয়ে ৫টা দিকে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে ভোলার মেঘনায় ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ভোলার জেলা প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ফারুক হোসেন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভোলা বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply