রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে কৃষকের ক্ষেতে ডুকে মাস্তানি, তরমুজ খেতে না দেয়ার হত্যার হুমকির অভিযোগ পওয়া গেছে। শুক্রবার দুপুর আব্দুল কুদ্দুস হাওলাদার নামে এক কৃষক থানা লিখিত এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, ঐ কৃষক স্থানীয় বেকার যুবকদের সাথে নিয়ে মানকিরসুন্দর এলাকায় ৫২ একর জমিতে তরমুজের চাষ করেন। বৃহস্পতিবার রাত অনুমান ৮টার দিকে পাশের এলাকা ডহরসংকর গ্রামের মো. মহসিনের ছেলে মো. আহাদ তার ১০/১২ জনের একটি দল নিয়ে তরমুজ না পাকলেও তরমুজ ক্ষেতে আনাদেয়। তরমুজ চাষীরা বারন করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে গালাগালি দিয়ে চলে যায়। পরে আবার জনবল বাড়িয়ে দেশীয় অস্ত্র দাও, রামদা নিয়ে রাত ৩ এসে কৃষকদের প্রতিরোধের মূখে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। রাজাপুর অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগের বিত্তিতে ঘটনা স্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply