দখিনের খবর ডেস্ক ॥ বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল ও সহযোগী অফিসার এসআই বসির, এ.এস আই সুজন সাথে নিয়ে অভিনব পন্থায় বরিশালের বিভিন্ন জনের কাছ থেকে প্রতরনা করে হাতিয়ে নেয়া প্রায় দেড় কোটি টাকা আত্বসাত করে প্রায় ৫ বছর পালিয়ে থাকা ৯ টি মামলার সাজাপ্রাপ্ত ও আদালত কর্তৃক ১৫টি মামলার গ্রেপতারী পরোয়ানাভূক্ত আসামী আবুল আহসান লিটু (৪০)কে সিলেটের জিন্দাবাজার সার্জিক্যাল নামের একটি দোকান থেকে গ্রেপতার করে বরিশাল এনে আদালতে সোপর্দ করেছেন। আটক প্রতারক আবুল আহসান লিটু বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন মোনাসেফ হাওলাদারের ছেলে।
পলাতক আসামী লিটুকে গ্রেপতার করা অভিযানে নেতৃত্ব দেওয়া কোতয়ালী মডেল থানর সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল জানান, ৫দিন সিলেটে অবস্থান কালে লিটুর সন্ধানের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের রুপ ধারন করে সন্ধান উদঘাটনের চেষ্ঠা করে এক প্রর্যায়ে লিটুর স্থান চিহ্নিত গত ২১ মার্চ রাতে গ্রেপতার করা হয়। লিটু দীর্ঘ ৫ বছর যাবত প্রতরনার মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে আত্বসাত করে সিলেটে বসবাস করে আসছিলেন। লিটুর বিরুদ্ধে ১৫টি আদালত কর্তৃক থানায় গ্রেপতারী পরোয়ানা ছাড়াও সে ৯ নয়টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সোমবার (২৩ই) মার্চ বরিশালে ফিরে এসে আসামী লিটুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply