নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস সংক্রামণ এড়াতে বরিশাল থেকে লঞ্চের পর এবার স্থানীয় ও দুরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা করে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে যাত্রী সাধারণের কথা বিবেচনা করে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সবধরনের বাস চলাচল দুপুর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র টার্মিনালের বাহিরে যেসব বাস রয়েছে সেগুলো টার্মিনালে আসতে পারবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল থেকে কোন যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই ।
এদিকে পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, বরিশাল নগরীর রূপাতলী থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ করে দেবেন। যেহেতু সকাল থেকে চলাচল করায় এখনো কিছু বাস জেলার বাহিরে রয়েছে। অন্য জেলার বাস রূপাতলীতে এখনো রয়েছে, তাই সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এরপর আজ বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হবে।
লঞ্চ চলাচল বন্ধ ॥ করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে সারাদেশের সব রুটে যাত্রীবাহী লঞ্চের চলাচল বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল-ঢাকা রুটের এমভি কুয়াকাটা লঞ্চের ম্যানেজার নাসির হাওলাদার জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো কেবিনের অগ্রিম বুকিং বাতিল করা হয়েছে এবং বরিশাল নদী বন্দর থেকে লঞ্চগুলো কীর্তনখোলা নদীর অপরপ্রান্তসহ নিজস্ব ডকে নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় বিপাকে পড়লেও করোনা থেকে রক্ষায় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা লঞ্চ চলাচল বন্ধ রাখবেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সার্বিক দিক বিবেচনা করে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply