হিজলা প্রতিনিধি ॥ পুলিশের মোটরসাইকেল দেখে আতঙ্কে পালাতে গিয়ে সামসুল হক সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পরে জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট বাজারের সন্নিকটে। মারা যাওয়া সামসুল হক পূর্ব গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার (সামসুল হক) চাচাতো ভাই রত্তন সরদার বলেন, মৌলভীরহাট বাজারের অদূরে মোবাইল টাওয়ারের কাছাকাছি দাঁড়ানো ছিলেন সামসুল হক। হঠাৎ পুলিশের মোটরসাইকেল দেখে অন্যান্যদের সাথে ভয়ে সামসুল হকও দৌঁড়াতে থাকেন। একপর্যায়ে সরু রাস্তা পার হতে তিনি লাফ দিয়ে অজ্ঞান হয়ে পরেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম মোল্লা জানান, পুলিশের একাধিক মোটরসাইকেল দেখে মৌলভীরহাট বাজারে উপস্থিত লোকজন করোনার কারণে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশসহ ভ্রাম্যমান আদালত এসেছে এমন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এসময় সামসুল হক দৌঁড়ে রাস্তার ওপর অজ্ঞান হয়ে পরে যান। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শাহানাজ হায়াত বলেন, ধারনা করা ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সামচুল হক মারা গেছেন। হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম তারেক বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে জনসচেতনতা বাড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে রুটিন ওয়ার্ক হিসেবে থানা পুলিশ কাউরিয়া, মৌলভীরহাটসহ কয়েকটি এলাকার বাজারে গিয়েছেন। তবে কাউকে আটক বা জনমনে ভীতি তৈরি করা হয়নি।
Leave a Reply