লালমোহন প্রতিনিধি ॥ আবহাওয়া পরিবর্তনের ফলে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েরিয়া রোগী ভর্তির সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। প্রতিদিন জরুরী বিভাগে সেবা নিতে আসছেন প্রায় ৬০ থেকে ৭০ জন রোগী। এদের প্রায় ৫০ থেকে ৫৫ জন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। যা গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ। এতো রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। ৫০ শয্যার হাসপাতালটিতে বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতেই চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, হঠাৎ করেই তাদের পেট ব্যথা দেখা দেয়। এরপর তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। পরে ডাক্তার ডায়েরিয়া আক্রান্ত হয়েছে বলে হাসপাতালে ভর্তি দেন তাদের। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপার ভাইজার দিপালী রাণী দত্ত বলেন, এ হাসপাতালে এখনো ১০ টি সিনিয়র স্টাফ নার্সের পদ খালী রয়েছে। যার ফলে এতো রোগীকে সেবা দিতে বর্তমানে যারা কর্মরত রয়েছেন তাদের অনেক কষ্ট করতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে দ্রুত খালি পদগুলোতে নার্স পদায়নের দাবী জানাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান বলেন, আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। রোগীদের অনেক চাপ। এখানে অনেক জনবল সংকট রয়েছে। যা পূরণ করলে রোগীদের সেবা দিতে অনেকাংশে আমাদের সুবিধা হবে।’
Leave a Reply