আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়া উপজেলার পতিতজমি চাষের আওতায় আনার জন্য উফশী আউশ ধানের প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বসে উপজেলার ৫টি ইউনিয়নের ৪শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নীলা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, সুভাষ চন্দ্র মন্ডলসহ প্রমুখ। পরে অতিথিরা কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
Leave a Reply