আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় চলতি বছরে ফুটের (বাঙ্গি) বাম্পার ফলন হয়েছে। চাষিদের মুখে হাসি। সল্পখরজে অধিক ফলোন কৃষকেরা লাভবান। ফলন বেসি হওয়াতে সল্পমূল্যে পাওয়া যাচ্ছে বাজারে ফুট। আগৈলঝাড়া উপসহকারি কৃষি কর্মকর্তা মনোতোষ সরকার জানায়, আগৈলঝাড়া উপজেলার রন্তপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখি নামক স্থানে সঞ্জয় হালদার ও মগবুল জমাদার প্রায় দু একর জমিতে ফুট(বাঙ্গি) চাষ করে। আগৈলঝাড়া কৃষি অফিস সার্বক্ষনিক তাদের দেখাসুনা ও পরামর্শ দিয়ে আসে। এই জমিতে বছরে প্রথম আলু চাষ করে কৃষকেরা। আলুচাষের পরে ফুট(বাঙ্গি) চাষ করছে। ফুট(বাঙ্গি) বাম্পার ফলন হয়েছে। ৯০দিনের মধ্যে আলু চাষিরা ঘরে তুলতে পারে। আবার ৯০দিনের মধ্যে ফুট(বাঙ্গি) বাজার জাত করতে পারছে। কৃষক সঞ্জয় হালদার ও মগবুল জমাদার বলেন, আমরা আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারি কর্মকর্তা মনোতোষ সরকার এর পরামর্শে বছরে প্রথমে আলু চাষ করি আলুর ফল ভালো হয়েছে। আলু ক্ষেতথেকে তুলার সাথে সাথে ফুট (বাঙ্গি) চারারোপন করি। ছয় মাসের মধ্যে একই জমিতে দুইটি ফসল পেলাম। আমরা কৃষকেরা লাভবান হচ্ছি আলু ও ফুট (বাঙ্গি) চাষকরে। যে জমিতে বছরে একটি মাত্র ফসল হতো সুধু ধান, আজ কৃষি অফিসের পরামর্শে বছওে তিনটি ফসল ঘরে তুলতে পারছি। এব্যাপরে উপজেলা কৃষি কর্মকর্তা দোলোন চন্দ্র রায় জানায়, আগৈলঝাড়া মাটি উরভর এই মাটিতে আলু ও ফুট (বাঙ্গি) চাষের উপযোগি। ছয় মাসের কৃষকেরা একই জমিতে ২টি ফসল পাচ্ছে। এরপূর্বে যে জমিতে বছরে কৃষকেরা একটি ফসল ফলাতো, সেই জমিতে কৃষক এখন বছরে ধানসহ তিনটি ফসল ফলাতে পারছে। ফুট(বাঙ্গি) গরমে খুব স্বাস্থ্য সম্মত খাবার। এই খাবারে শরিরে কোন ক্ষতিকরে না।
Leave a Reply