স্টাফ রিপোর্টার ॥ অতি পরিচিত বিভাগীয় শহর গত দুইদিন থেকে অনেক অপরিচিত। পুরো শহরজুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও নগরীসহ জেলার সর্বত্র কঠোরভাবে ‘লকডাউন’ পালিত হচ্ছে। সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে নগরীসহ জেলার সর্বত্র প্রধান সড়ক ও রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিন ও বুধবার প্রথমদিনে ব্যস্ততম নগরী ও ঢাকা-বরিশাল মহাসড়কের কোথাও মানুষ নেই বললেই চলে। সবমিলিয়ে বরিশাল যেন ভুতুরে নগরীতে পরিনত হয়েছে। অতিপ্রয়োজন ছাড়া কেউ বাসার বাহিরে বের হলেই পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের জেরার মুখে পরতে হচ্ছে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না। সরেজমিনে দেখা গেছে, নগরীর চৌমাথা, রূপাতলী বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে নিরাপত্তা চৌকি বসিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটগণ। কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নূরুল ইসলাম পিপিএম বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর নির্দেশ শতভাগ সফল করতে তারা মাঠপর্যায়ে কাজ করছেন। জরুরি প্রয়োজন ছাড়া গত দু’দিনে তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় বসে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সাথে। তিনি বলেন, সরকারের কঠোর নির্দেশনা শতভাগ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা মাঠে কাজ করছেন। লকডাউনের বাকি দিনগুলোও তারা সরকারের নির্দেশনা সফল করতে মাঠে থাকবেন।
Leave a Reply