বিনোদন ডেস্ক ॥ বলিউড ইন্ডাষ্ট্রির দুই সুপারস্টার শাহরুখ-সালমান। ভালোবেসে ভক্তরা একজনকে বলেন ‘কিং খান’ অন্যজনকে ‘ভাইজান’। কাজ নিয়ে এই তারকার মধ্যে প্রতিযোগিতা রয়েছে, রয়েছে শিতল যুদ্ধ। এর বাইরে তাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্বের সম্পর্কও। শাহরুখ খান দীর্ঘদিন পর চমক নিয়ে আসছেন। শুটিং ‘পাঠান’ সিনেমার। শাহরুখ খানের এই ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন ভাইজানখ্যাত সালমানও। ছবিটির জন্য শাহরুখকে সালমান ১০ দিনের শিডিউল দিয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে পাঠান ছবির জন্য শাহরুখ খানের থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না সালমান! খবর বলিউড হাঙ্গামার। বলিউড হাঙ্গামা জানায়, গণমাধ্যমটির খবর, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া যখন ‘পাঠান’ সিনেমার জন্য সালমান খানের পারিশ্রমিক নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন তখন নাকি সালমান খান জানিয়ে দিয়েছেন, ‘শাহরুখ আমার ভাইয়ের মতো। ওর জন্য যেকোনো কিছুই করতে পারি।’ শুধু কি তাই, সালমান খান ‘ভাই’ শাহরুখের জন্য ‘পাঠান’ সিনেমায় পারিশ্রমিক নিতে অস্বীকার করেছেন। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমায় শাহরুখ ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।।
Leave a Reply