ভোলা প্রতিনিধি ॥ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘাট সংস্কার এবং বিআইডব্লিটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘অগ্রগামী’ ঘটনাস্থলে এসে ‘লো ওয়াটার’ ঘাটের পল্টুনটি সচল করার পর এ রুটের ফেরি চলাচল শুরু হয়। পণ্যবাহী ট্রাক নিয়ে রাতেই এ রুটের কৃষাণী নামে একটি ফেরি ভোলার ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়। এদিকে, ফেরি চলাচলের মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ফের যোগাযোগ চালু হয়। এরআগে, ঝড়ের কবলে পড়ে ভোলার ইলিশা ফেরিঘাট এবং পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। এতে সেখানকার লো এবং হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় পাড়ে শতাধিক ট্রাকের জট তৈরি হয়। ভোলার ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিটিসি ম্যানেজার (ইনচার্জ) পারভেজ খান বলেন, রাত ৮টায় পন্টুন এবং ঘাট সচল করার পর ফেরি চলাচল শুরু হয়। ঘাটে যদিও শতাধিক পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় খুব দ্রুত উভয় পাড়ের জট কমে যাবে।
Leave a Reply