বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রের জন্য ১০টাকা কেজির ৩টন চাল কালো বাজারে বিক্রি করেছে ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডিলার মোঃ আজাহার হাওলাদার। চাল কালো বাজারে বিক্রি করে ১০টাকা চাল মাপে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দলের ডিলারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,১নং জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ আওতায় দুঃস্থ ১২৮৪জন কার্ডধারী ও জন্য দু’জন ডিলার নিয়োগ কওে খাদ্যঅধিদফতর। এর মধ্যে আগরপুর বাজারে ৬২২জন কার্ড ও শিলন্দিয়া এলাকায় ৬৬২জন কার্ড। ৫দিন পূর্বে শিলন্দিয়া এলাকায় নিয়োজিত ডিলার মোঃ আজাহার হাওলাদার ৬৬২কার্ডের অনুকুলে ১৯টন ৮শত ৬ কেজি চাল উত্তোলন করে ৩টন চাল কালো বাজারে বিক্রির ঘটনা ফাঁস হয়ে যায়। এব্যাপারে শনিবার বাবুগঞ্জের রাজগুরু গ্রামের মোঃ সেন্টু খান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ডিলার মোঃ আজাহার হাওলাদার ৩টন চাল বাবুগঞ্জ খাদ্যগুদামের লেবার সরদার মোঃ রসুল জমাদ্দার কাছে বিক্রি করেছেন। লেবার সরদার মোঃ রসুল জমাদ্দার বিভিন্ন ডিলারের কাছ থেকে চাল ক্রয় করে ওসি এলএসডির সহতায় খাদ্যগুদামে ওই ক্রয়কৃত চাল রেখে ব্যবসা বানিজ্য করে আসছে। এতে ওসি এলএসডিকে টন প্রতি ৫হাজার টাকা দিতে হচ্ছে। ডিলার আজাহার চাল বিক্রি করে দুঃস্থদেরকে ৩০ কেজি চালের স্থলে ২৭কেজি চাল বিতরন করছে। ডিলার আজাহার জানান, ট্র্যাক না পাওয়ায় ৩টন চাল খাদ্যগুদামে রেখে গেছেন কিন্তু বিক্রির কথা অস্বীকার করেছেন। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আমীনুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আজাহার ডিলারের বিরুদ্ধে চাল বিক্রির একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতার জন্য তদন্ত চলছে।’
Leave a Reply