মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ করোনা মোকাবেলায সারা দেশের ন্যায় কলাপাড়ায় চলছে সর্বাত্মক লকডাউন। চতুর্থ দিনে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ টি মামলার মাধ্যমে ৫ জনকে অর্থদন্ড করেছেন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাখিমাড়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে অর্থদন্ড দেয়া হয়। এতে সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন এর ২৪/২ ধারায় ৪টি এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১টি মামলা দেয়া হয়। কাপড়ের দোকান খোলা রাখায় মঞ্জু গাজী এবং দুলাল হাওলাদারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। প্লাস্টিক সামগ্রীর দোকান ফজলুল হককে দুই হাজার টাকা এবং ফার্নিচার দোকান খোলা রাখার দায়ে মো: ইউনুচকে ১ হাজার টাকা অর্থদন্ড দেন। অপরদিকে মাস্ক না পরায় মো: ইলিয়াসকে ৫০টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে ৫টি মামলায় মোট সাত হাজার পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, আইন অমান্য করায় এ মামলা এবং জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।
Leave a Reply