পিরোজপুর প্রতিনিধি ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পিরোজপুরে চলছে কঠোর লকডাউন। লকডাউনের ৬ম দিনেও (১৯এপ্রিল) সোমবার সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের অহেতুক বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে করতে কাজ করছে পুলিশ। তবে লকডাউনের আগের ৫ দিনের তুলনায় গতকাল সড়কে যানবাহন ও মানুষের ভিড় ছিল তুলনামূলক বেশি। শহরের বিভিন্ন সড়কের যেসব স্থানে পুলিশের চেকপোস্ট রয়েছে সেগুলোতেও কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। খুব জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না। পুলিশও তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে। যানবাহন তল্লশী করাসহ মুভমেন্ট পাস আছে কিনা তা খতিয়ে দেখছেন। তবে ক্ষেত্র বিশেষে জরুরি প্রয়োজনে কিছু মানুষকে চলাচল করতে দিচ্ছে পুলিশ। পিরোজপুর সদর থানার কর্মকর্তা ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, মুভমেন্ট পাস ছাড়া কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সড়কে এখন জরুরি প্রয়োজনেই যানবাহন চলাচল করছে। তবে আমাদের তল্লাশী অব্যাহত রয়েছে। এদিকে সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষজন হাতে বাজারের ব্যাগ নিয়ে বের হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের মুদি, মাছ, মাংস ও কাঁচাবাজারের দোকানগুলোতে মানুষের বেশ ভিড় ছিল। এ ছাড়া লকডাউনের মধ্যেও শহরের কাপুড়িয়া পট্টি, চুড়িপট্টিসহ বিভিন্ন এলাকায় কিছুকিছু দোকান মালিককে দোকানের অর্থেক অংশ খুলে বেচা-কেনা করতে দেখা গেছে।
Leave a Reply