সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশের মতো বানারীপাড়ায় দেয়া এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য করায় ক্রেতা-বিক্রেতা ও পথচারীসহ মোট ৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। এ সময় বন্দরবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন অমান্য করে দোকান খোলা রাখা এবং ফল, ঔষধ ও মুদি দোকানে ফেস মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৫ জনকে ভিন্ন ভিন্ন অঙ্কে মোট ২ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও দ্রব্যমূল্য যাতে বেশি রাখা না হয় এ বিষয়টিও তারা মনিটরিং করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কঠোর নজরদারীর ফলে লকডাউন অনেকটাই বাস্তবায়িত হচ্ছে। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও গার্মেন্টসসহ সকল প্রকার বিপণী বিতান বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
Leave a Reply