ভোলা প্রতিনিধি ॥ ভোলার দৌলতখান উপজেলায় জব্দকৃত ৪ লাখ বাগদা চিংড়ির রেনু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। মেঘনার পাতার খাল নামক পয়েন্টে এ রেনু অবমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে উপজেলার পাতার খাল নামক এলাকা থেকে এ রেনু জব্দ করা হয়। জব্দকৃত এসব রেনুর মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানিয়েছে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। তিনি বুধবার (২২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, রেনুসহ একটি পিক্যাপভ্যান জব্দ করা হয়। রাতেই রেনুগুলো মেঘনায় অবমুক্ত করা হয়েছে। সূত্র জানিয়েছে, রাতে একটি পিকআপভ্যানে ১০ ব্যারেল বাগদা রেনু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় মৎস্যবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় পিকআপ থেকে ৪ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে মেঘনা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়।
Leave a Reply