নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে করোনার সংক্রমণ রোধে নৌপথ ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বরিশাল কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে কোস্টগার্ড এই প্রচারণা কার্যক্রম শুরু করে।
একে একে নগরের কেডিসি ঘাট, চাঁদমারি ঘাট, ত্রিশ গোডাউন ঘাট, চরকাউয়া খেয়াঘাট, বেলতলা খেয়াঘাট, চরমোনাই খেয়াঘাটসহ কীর্তনখোলা, আঁড়িয়াল খা, ঝুনাহার নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর নানান পয়েন্টে করোনার সংক্রমণ প্রতিরোধে প্রচারণা চালানো হয়। কোস্টগার্ডের জাহাজ পাবনার অফিসার ইনচার্জ মো: মাসুদুল হাসান জানান, নদী তীরবর্তী মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকা নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply