গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড় কসবা গ্রামের নাইয়া পাড়ার এক মাছ বিক্রেতার বাড়ি থেকে বিপুল পরিমান ইলিশের জাটকা উদ্ধার ও জব্দ করেছে। আদালত জব্দকৃত ওই জাটকাগুলোকে পরে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, বৃদ্ধনিবাস, গুচ্ছগ্রামের বাসিন্দা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিয়েছে। প্রতক্ষদর্শী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার টরকী বন্দর সংলগ্ন বড় কসবা গ্রামের নাইয়া পাড়ার মাছ বিক্রেতা সাগর বেপারী ওরফে সাগর নাইয়া পাইকারী বিক্রির উদ্দেশ্যে সোমবার দিবাগত রাতে তার বাড়িতে প্রায় ৩৫ থেকে ৪০ মন ইলিশের জাটকা মজুদ করেন। যার প্রতিটি জাটকার আকার হবে আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চি। গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ও জাটকার মজুদকারক সাগর বেপারী ওরফে সাগর নাইয়া (৪৫) গাঁ ঢাকা দেয়। আদালত পরে জাটকাগুলোকে জব্দ করে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, বৃদ্ধনিবাস, গুচ্ছগ্রামের বাসিন্ধা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন উপজেলা সৎস্য কর্তকর্তা মোঃ আবুল বাশার, গৌরনদী মডেল থানার এসআই মোঃ খাইরুল ইসলাম, মৎস্য অফিসের ফিল্ড এ্যসিষ্ট্যান্ট বিকাশ কুমার নাগ, মোঃ সুমন হোসেন প্রমুখ।
Leave a Reply