বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা এক কৃষকের ১৩৫ শতাংশ জমির ইরি ধান কেটে দিয়েছেন। শ্রমিকের অভাবে পাকা ধান ক্ষেতে বিনষ্ট হচ্ছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাউফল উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মীরা ধান কেটে দেন। জানা গেছে, নওমালা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় চান মিয়া মৃধা নামের এক কৃষক ১৩৫ শতাংশজমিতে ইরি ধান চাষ করেন। দুই সপ্তাহ আগে ক্ষেতের ধান কেটে ঘরে তোলার কথা থাকলে শ্রমিকের অভাবে তা কাটতে পারেননি। ফলে ক্ষেতের ধান ক্ষেতেই বিনষ্ট হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা কৃষক লীগের ২৫-৩০ জন নেতাকর্মী কৃষক চান মিয়া মৃধার সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাস্তে হাতে ক্ষেতে নেমে ধান কেটে দেন। এসময় তাদেরকে ধান কাটতে দেখে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মীর কয়েকজন লোক নিয়ে ধান কাটায় যোগ দেন। কৃষক চান মিয়া মৃধা বলেন,‘ ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। তাই পাকা ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল। এই খবর পেয়ে কৃষক লীগের নেতারা এসে আমার ক্ষেতের ধান কেটে দিয়ে গেছেন। তারা আমার উপকার করায় আমি খুশি হয়েছি।’
Leave a Reply