দখিনের খবর ডেস্ক।। দেশ যখন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত তখন কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসায় বেশি মুনাফার জন্য সরকারি কার্যাদেশ অমান্য করে নিম্নমানের মাস্ক এন-৯৫ ব্রান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করছে।এ ব্যাপারে নিম্নমানের এন-৯৫ ব্রান্ডের মাস্ক সরবরাহের ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব সাঈদুর রহমানের নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন উপসচিব হাসান মাহমুদ এবং স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুর রহমান। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতলে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এই পরিস্থিতিতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা দেয়। কিন্ত অভিযোগ এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যথাযথ অবস্থা অনুসন্ধান করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কমিটি গঠন করেছে। উল্লেখ্য, দেশে করোনা দুর্যোগের এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্কসহ বিভিন্ন যন্ত্রপাতি সরকারি হাসপাতালে সরবরাহ করে আসছে। এই সামগ্রীগুলোর মধ্যে এন-৯৫ মাস্কসহ কেনাকাটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাস্কের বিষয়টি উত্থাপন করে স্বাস্থ্যসচিব, মহাপরিচালক, সিএমএসডির পরিচালকসহ ক্রয় প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সতর্ক করেন। এরপরই বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের আদেশ জারি করা হলো।
Leave a Reply