ফরহাদ হোসেন মেহের, ভোলা প্রতিনিধি ॥ ১/৫/২১ শনিবার সকালে চরফ্যাশনের চর কুকরিমুকরির বাবুগঞ্জ ১নং ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, জাহাঙ্গীর সদাগরের ক্রয়কৃত জমিতে তারই আপন ভাই ফারুক ও পার্শবর্তী বাড়ির মোস্তফা ও ফজলু গংরা অবৈধভাবে টয়লেট নির্মাণ করতে গেলে জাহাঙ্গীর ও তার পরিবার বাধা দিলে প্রতিপক্ষ ফারুক গংরা তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর, রাশেদ, সাফিয়া, রেশমা ও সাগর গুরুতর আহত হয়ে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি হতে গেলে প্রতিপক্ষ ফখরুলের লোকজন সেখানে বাধা প্রদান করলে লালমোহন সদর হাসপাতালে ভর্তি হন তারা। এছাড়া স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার খা‘র উপর অন্যায় ভাবে ফখরুল গংদের পক্ষ নেওয়া ও হামলায় মদদ দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে দেলোয়ার খার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি টয়লেট নির্মানের অনুমতি দিয়েছেন বলে শিকার করেন তবে হামলার বিষয়ের অভিযোগ অস্বীকার করেন। একজনের মালিকানাধীন সম্পত্তিতে আরেকজনকে টয়লেট নির্মানের অনুমতি দেওয়াটা কতটা আইনসিদ্ধ এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। জমি দখল ও হামলার অভিযুক্ত ফারুকের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় হামলার শিকার জাহাঙ্গীর সওদাগর বাদী হয়ে, চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফজলু, ফারুক, আজাদ সহ মোট ১২ জনের নামে মামলা দায়ের করেন।
Leave a Reply