সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ ব্যবসায় বানিজ্যে ঐতিহ্যবাহী বরিশালের বানারীপাড়ায় করোনার লকডাউনের মধ্যেও তৈরিপোশাকের দোকানগুলোতে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতা-বিক্রেতাদের অনেকের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে শিশুসহ বিভিন্ন বয়েসী নারী-পুরুষ তৈরিপোশাকের দোকানে কেনাকাটার জন্য ভিড় করছে। ক্রেতা-বিক্রেতার অনেকের মুখে নেই মাস্ক। বেশিরভাগ দোকানে নেই হ্যান্ডসেনিটাইজার বা সাবান-পানির ব্যবস্থা। শনিবার (৮ মে) সকালে বানারীপাড়া বন্দরবাজারের চিত্র এটি। এ বাজারে অর্ধশতাধিক তৈরি পোশাকের দোকান রয়েছে। সবচেয়ে বেশি ভিড় জমে এখানেই। বানারীপাড়ায় তৈরি পোশাকের দোকানগুলোর মধ্যে বৈশাখী প্লাস, প্রাস পয়েন্ট, শাহ্ চন্দ্রপুরী, শরীফ গার্মস্টস, স্টার ফ্যাশন, শরীফ ফ্যাশন ও তালুকদার গার্মেন্টস জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে। এবারের ঈদে ক্রেতাদের বেশি পছন্দের তালিকায় রয়েছে লেহেঙ্গার মধ্যে ‘সারারা’, গাউনের লেহেঙ্গা ‘বারবি’, বাহারি ডিজাইনের পাজামা-পাঞ্জাবি, ছেলে বাচ্চাদের ‘বাবাসেট’, মেয়ে বাচ্চাদের শর্ট স্কাট, ফ্রকের মধ্যে ছোটদের ‘সারারা’, বড়দের সূতি গাউন ফ্রক, থ্রিপিসের মধ্যে ‘জর্জেট’ ও ‘কাতান’, সূতির ‘বুনন’ ইত্যাদি। এ প্রসঙ্গে জনপ্রিয় তৈরি পোশাকের দোকান “প্লাস পয়েন্ট”র স্বত্বাধিকারী মো. উজ্জ্বল শরীফ জানান, এবারের ঈদে লকডাউনের মধ্যে আমরা লসে আছি। আমরা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মার্কেট করেছি কিন্তু হঠাৎ সরকার লকডাউন দেওয়ায় ভীষণ হতাশ হয়েছিলাম। তবে রমজানের প্রথমদিকে বেচাকেনা তেমন না হলেও একদম শেষেরদিকে এসে ঈদুল ফিতরকে সামনে রেখে তা অনেকটা বেড়েছে। আশা করছি কিছুটা ক্ষতি হলেও আমরা পুষিয়ে নিতে পারবো।
Leave a Reply