বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় মারধরের শিকার প্রকৌশলী ও মারধরকারী ঠিকাদার সংবাদ সম্মেলন করেছেন। রোববার (০৯ মে) দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে এক মঞ্চে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার মো. ফরহাদ জোমাদ্দার বলেন, বৃহস্পতিবার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঙ্গে আমার মনোমালিন্য এবং হাতাহাতি হয়। আমি একজন ওপেন হার্ট সার্জারি ও উচ্চ রক্তচাপের রোগী। তার সঙ্গে আমার পারিবারিক একটি সমস্যা নিয়ে আপসেট ছিলাম। ঘটনার দিন হঠাৎ তার সঙ্গে অফিসে দেখা করি এবং একটা কাজের জামানত নিয়ে কথা হয়। প্রকৌশলী মহোদয় দেরিতে দেবেন শুনে আমার রাগ হয় এবং পারিবারিক সমস্যা নিয়ে তার সঙ্গে উচ্চ স্বরে কথা কাটাকাটি হয়। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রকৌশলী মহোদয়ের সঙ্গে আমার এমন আচরণ ভুল হয়েছে। পরে আমি তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন এবং তাৎক্ষণিক দুইজনের মধ্যে মীমাংসা হয়ে যায়। আমরা দুজনই একসঙ্গে আছি এবং আমাদের মধ্যে বর্তমানে কোন বিরোধ নেই। এটা জানানোর জন্যই আমরা সংবাদ সম্মেলনে এসেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, আমরা একই এলাকার বাসিন্দা এবং তিনি আমার বড় ভাই। তিনি আমার সঙ্গে যে রাগারাগি করেছেন এতে আমি অসন্তুষ্ট নই। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা আমরা নিজেরাই মিটমাট করেছি। এর আগে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে এলজিইডির বরগুনা সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে মারধর করেন ঠিকাদার মো. ফরহাদ জোমাদ্দার।
Leave a Reply