মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী সদর ইউনিয়নে পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল এর পরিবর্তে নগদ অর্থ বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ হোসাইনী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান। ১২ এপ্রিল সকাল ১০ টায় থেকে ইউনিয়ন পরিষদ চত্তরে ৯টি ওয়ার্ডে ২০৩৩ জনের মধ্যে ৪৫০ টাকা হারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও টেগ অফিসার উত্তম কুমার, ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেন সিকদার, ইউপি প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী, ইউ/পি সদস্যগন, ইউডিসি জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আপনারা গ্রহন করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর রুহের মাগফিতরা কামনা করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা র্দীঘায়ু কামনা করবেন। বিশেষ অতিথি বলেন উপজেলা নির্বাহী অফিসার বরেন সরকারের সকল বরাদ্ধ আপনাদের হাতে পৌছে যাবে, আমরা করোনা মহামারীর ২য় ধাপে অবস্থান করছি, তাই সরকারের নিয়ম মেনে চলবেন, মাক্স ছাড়া কেউ বের হবেন না। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে।
Leave a Reply