বিদেশ ডেস্ক ॥ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিউইয়র্ক, লন্ডন, করাচি, রাবাতের মতো বিশ্বের বড় শহরগুলোতে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। সারা বিশ্বের প্রায় সকল দেশেরই নিরীহ ফিলিস্তিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যুদ্ধবিরোধী সংগঠনের কর্মীরা। গতকাল মঙ্গলবার (১১ মে) বিক্ষোভকারীরা জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ প্রাঙ্গনে চলমান অভিযানের নিন্দা জানাতে সমাবেশ করে। কিছু বিক্ষোভকারী ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’ এবং ‘দখল আর নয়’ লেখা ব্যানার নিয়ে সমাবেশ করে। কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি অভিযান দখলকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি এলাকা শেখ জারাহ থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে জোরপূর্বক বহিষ্কারের ঘটনায় উত্তেজনা রয়ে গেছে, যা ইহুদি বসতিস্থাপনকারীরা কয়েক দশক ধরে তাদের বহিষ্কার করার চেষ্টা করছে। পরিস্থিতি আরও বেড়ে যায় যখন ইসরায়েলি পুলিশ জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদে হামলা চালায়-যা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। বেশ কয়েকদিনের হামলায় শতশত ফিলিস্তিনি উপাসক আহত হন। অধিকৃত অঞ্চল জুড়ে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিক্ষোভ শুরু হয়। এরপর গাজা পরিচালনাকারী ফিলিস্তিনি দল হামাস ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। সর্বশেষ মঙ্গলবার (১১ মে) রাত থেকে বুধবার (১২ মে) সকাল পর্যন্ত গাজার পুলিশ সদর দপ্তর এবং নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে ১৪ জন শিশুসহ ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি।
Leave a Reply