স্টাফ রিপোর্টার ॥ বরিশালের লাহারহাট ঘাটে দুটি ইঞ্জিনচালিত নৌযানের (ট্রলার) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন যাত্রীসহ দুটি মোটরসাইকেল নদীতে ডুবে গেছে। তবে তাৎক্ষণিক ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার। এছাড়া নদীতে ডুবে যাওয়া দুটি মোটরসাইকেলও বুধবার (১২ মে) সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার ভোর ৪টার দিকে বরিশালের বন্দরথানাধীন লাহারহাট লঞ্চঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে লাহারহাট লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার ভেদুরিয়া ঘাটের উদ্দেশে রওয়ানা দেয় একটি ট্রলার। এতে দুইটি মোটরসাইকেলও ছিলে। ঘাট ত্যাগ করার প্রস্তুতিকালে অপরদিক থেকে আসা মুদি মালবাহী একটি ট্রলার আকস্মিক যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রীসহ দুটি মোটরসাইকেল নদীতে পরে যায়। ওসি আনোয়ার আরও জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সকালে ফায়ার সার্ভিস্যের সদস্যরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রলার দুটি ঘাটেই রয়েছে, আর এ ঘটনায় কাউকে আটক করাও হয়নি বলে জানান ওসি আনোয়ার।
Leave a Reply