পিরোজপুর জেলা প্রতিনিধি : সরকারের সময় উপযোগী পদক্ষেপ সহ করোনার সকল সফলতাকে জলাঞ্জলি দেওয়ার অভিযোগ উঠেছে দৈহারী ইউনিয়নের মেম্বর আলামিনের বিরুদ্ধে। স্থানীয় সূত্র সহ লিখিত অভিযোগের ভিত্তিতে ইউনিয়নের অটো বাইক সমিতির সভাপতি সহ বহু শীর্ষ নেতারা এতথ্য নিশ্চিত করেন। হত দরিদ্র পরিবারের লোকজন সহ বেশির ভাগ অটো বাইক ও ভ্যান সমিতির দিন মজুররা গত কাল পর্যন্ত কোন সরকারি ত্রাণ সামগ্রী পায়নি। স্থানীয় মেম্বরের বিশেষ কারসাজির কারণে হত দরিদ্র অটো বাইক শ্রমিকরা ত্রাণ থেকে বঞ্চিত হয়।
এ ব্যাপারে দৈহারী ইউনিয়নের অটো বাইক সমিতির সভাপতি মোঃ রুমমান জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে আমরা স্থানীয় জন প্রতিনিধি মোঃ আল আমিন হাওলাদারের কাছে এক ধরনের জিম্মি। বিগত সময়ে বিভিন্ন সামাজিক কাজে দারুণ বিতর্কিত হওয়ায় সাধারণ মানুষের কাছে দারুণ অপ্রিয়। তাছাড়া সাবেক এম পির সময়ে গায়ের জোরে জন প্রতিনিধি হয়েছে বিদায় আদব কায়দা নাই সমাজ সেবায়। যোগ্যতার মাপকাঠি এক ধরনের শূণ্যের কোঠায়। সরকারের সুদৃষ্টি সমগ্র বাংলাদেশের মানুষের মধ্যে জাগ্রত হলেও এলাকার মেম্বরের লেশ মাত্র জাগ্রত হয়নি। তাছাড়া দলীয় করণ সহ আত্মীয় করণ ও আগামী নির্বাচনী করনে আজকে চরম বিতর্কিত ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে। এছাড়াও সরকারি নির্দেশ মোতাবেক দশ কেজি চাউলে নয় কেজি কিংবা সাডে নয় কেজি হচ্ছে। এ ব্যাপারে জন প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করা হয়। মিডিয়ার কথা শুনে তাৎক্ষণিক ফোন কেটে দেয়। তবে এলাকার চেয়ারম্যান জেলার মধ্যে একমাত্র মহিলা চেয়ারম্যান প্রগতি মন্ডল জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে আমি স্ব স্ব এলাকায় মেম্বারদের দায়িত্ব দিয়েছি। কিন্তু সমস্যা হয়তো স্থানীয় জণ প্রতিনিধি করেছেন। তবে সাধারণ শ্রমিকদের সন্মানে আগামীতে নাম গুলো তালিকা ভুক্ত করা হবে। কেহই বাদ যাবে না। বর্তমান সরকার গণ মানুষের কথা বলে। তারপরও আমি দেখবো অটো বাইক শ্রমিকদের জন্য কি করা যায়।
সর্বশেষ মাঠ পর্যায়ের তথ্য মতে অটো বাইক শ্রমিকদের মধ্যে রুম্মান হাওলাদার সহ নান্নু হাওলাদার, কাওসার হাওলাদার, রিয়াজ, মোঃ আলমগীর, মোঃ ইব্রাহিম, জনি হাওলাদার কোন রকম ছিটেফোঁটা সরকারি ত্রাণ সামগ্রী পায়নি। অপর দিকে ভ্যান শ্রমিকদের মধ্যে প্রায় চারজন ও চায়ের দোকানদার রুভেল হাওলাদার, ইমরান হাওলাদার, ফারুক হাওলাদার ও মোঃ আলাউদ্দিন এখন পর্যন্ত কোন সরকারি ত্রাণ সামগ্রী পায়নি। এরা সকলেই স্থানীয় মেম্বার মোঃ আল আমিন হাওলাদারের রেশানলের স্বীকার ।
Leave a Reply